রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত মাদকবিরোধী এই অভিযান চলে। অভিযানে ডিএমপির বিভিন্ন থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ অংশ নেয়।
ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারদের কাছ থেকে তিন হাজার ৪৫৫ পিস ইয়াবা, সাত কেজি ৩৬৫ গ্রাম গাঁজা, দুই বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।