মিয়ানমারে সেনা অভ্যুত্থান নিয়ে মিয়ানমারসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। এবার সামরিক অভ্যুত্থানকে ঘিরে মিয়ানমারের সঙ্গে উচ্চ-পর্যায়ের সামরিক ও রাজনৈতিক যোগাযোগ ছিন্নের ঘোষণা করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, মঙ্গলবার দেয়া জাসিন্দার এই ঘোষণা দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে নেয়া প্রথম পদক্ষেপ।

জাসিন্ডা বলেন, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সঙ্গে উচ্চ-পর্যায়ের সব রাজনৈতিক ও সামরিক যোগাযোগ স্থগিত করা হয়েছে।

এদিকে রয়টার্স, বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো মিয়ানমারে আন্দোলনের খবর প্রকাশ করছে। দেশের নাগরিকরা সামরিক অভ্যুত্থানের অবসান চেয়ে প্রতিবাদ অব্যাহত রেখেছেন।