সিরাজগঞ্জে মর্গ থেকে মৃত নারীর স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ ডোমকে আটক করেছে পুলিশ। সাথে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালংকার। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রোববার সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় সড়ক দুর্ঘটনায় বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফরাত সুলতানা রুনী, তার ছেলে ও মেয়েসহ নিহত হন। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওইদিন বিকেলেই আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ বাসায় নিয়ে যায় পরিবারের সদস্যরা।

এসময় নিহত রুনির শরীরের স্বর্ণালংকার না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করা হয়।

সোমবার বিকেলে হাসপাতালের মর্গের ডোম রানা, শাহ আলম ও সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির কথা স্বীকার করে।পরে স্বর্ণগুলো উদ্ধার করে পুলিশ।