আগামী বুধবার (১০ ফেব্রুয়ারি) যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল করার লক্ষ্যে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

মহামারি করোনা ভাইরাসের কারণে নিদ্দিষ্ট সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি আওয়ামী যুবলীগ। এ জন্য আগামী বুধবার ১০ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সভা পরিচালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া এ আলোচনা সভায় বক্তব্য রাখবেন আরো অনেকেই।