দেশের কোনো টিকাদান কেন্দ্রে ১০ জনের কম গ্রহীতা হলে টিকা প্রদান না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ‘করোনা টিকার প্রতিটি ভায়ালের ১০ ডোজ টিকা ১০ জনকে দেয়া যায়, সেক্ষেত্রে কোনো কেন্দ্রে ১০ জনের কম উপস্থিত হলে এবং টিকার ভায়াল খুলে ফেললে নষ্ট হতে পারে।’

তবে এখন পর্যন্ত এ ধরনের টিকাদান কেন্দ্রের সংখ্যা ১০ শতাংশেরও কম বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে রাজধানীসহ সারাদেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। গতকাল পর্যন্ত ৭৮ হাজার মানুষ টিকা নিয়েছেন এবং ছয় লাখের বেশি মানুষ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।