কক্সবাজারে অভিযান চালিয়ে ১৪ লাখ পিস ইয়াবাসহ চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ব্রীজ এলাকায় ফিশিং ট্রলার হতে মাদকের চালানটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান।
আটককৃতরা হলেন পৌরসভার উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে জহরুল ইসলাম ওরফে ফারুক (৩৭) ও মোজাফরের ছেলে নূরুল আমিন ওরফে বাবু (৫৫)।
পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সদর উপজেলার চৌফলদন্ডী ব্রীজের কাছের একটি ইঞ্জিনচালিত বোটে অভিযান চালিয়ে ১৪ লাখ পিছ ইয়াবা বড়ি জব্দ করে। এসময় মাদক চালানের সাথে জড়িত দুই জনকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই চক্রের বাকী সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদক ও ধৃতদের আদালতে প্রেরণ করা হবে।