কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বাসে করে চট্টগ্রাম যাচ্ছিলেন এক নারী। এমন গোপন সংবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চেকপোস্ট বসায় লোহাগাড়া থানা পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে বিভিন্ন বাস তল্লাশির একপর্যায়ে সেলিনা আক্তার (২৮) নামে ওই মাদক কারবারি ধরা পড়েন। পরে তার কাছ থেকে ২ হাজার ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক সেলিনা কক্সবাজার জেলার চকরিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত আবদুল্লাহর স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ জানায়, লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল বাড়ৈ’র নেতৃত্বে একটি টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ২০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ আদালতে পাঠায় পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।