চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিয়েও হেরেছে বাংলাদেশ দল। উইন্ডিজ অভিষিক্ত ব্যাটসম্যান কাইল মায়ার্সের অপরাজিত ২১০ রানের ইনিংসে ভর করে জয় পায় তারা।

অথচ চতুর্থ দিন শেষে সবাই ধরেই নিয়েছিল বাংলাদেশ জিতবে। কিন্তু তা আর হয়নি। তবে ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর পর বল হাতে ৮ উইকেট শিকার করেছেন মিরাজ। দল হারায় কিছুই প্রত্যাশিত তৃপ্তি দিচ্ছে না মিরাজকে। আক্ষেপ নেই বোঝাতে চাইলেও দল হারায় মিরাজের কণ্ঠে হতাশা।

তিনি বলেন, ওরকম আক্ষেপ নেই। জিতলে অবশ্যই ভালো লাগতো। এটা ক্রিকেট, অনেক কিছুই হতে পারে। দল হেরে যাওয়ায় সবচেয়ে বেশি খারাপ লাগছে। আমরা আশাও করিনি দল হেরে যাবে।