করাচি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারানোর পর রাওয়ালপিন্ডি টেস্টে তাদেরকে ৯৫ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান।

১৪ বছর পর পাকিস্তান সফরে গিয়ে টেস্টে হোয়াইটওয়াশ হলো দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে দীর্ঘ ১৮ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে বাবর আজমের ৭৭ ও ফাহিম আশরাফের অপরাজিত ৭৮ রানে ভর করে ২৭২ রান করেছিল পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ২০১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

মোহাম্মদ রিজওয়ানের ১১৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ২৯৮ রান করে পাকিস্তান। যার ফলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭০।

কিন্তু হাসান আলি ও শাহীন শাহ আফ্রিদির বোলিং তাণ্ডবে ২৭৪ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। শেষ ৩৩ রানে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারায়। এতে ৯৫ রানে জয়ে পেয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকার হয়ে এইডেন মার্করাম ১০৮ রানের ইনিংস খেলেন। এছাড়াও র‍্যাসি ভ্যান ডার ডুসেন ৪৮, টেম্বা বাভুমা ৬২ রানের ইনিংস খেলেন। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা।

পাকিস্তানের হয়ে বল হাতে হাসান আলি ৫টি, শাহীন শাহ আফ্রিদি ৪টি ও ইয়াসির শাহ ১টি উইকেট শিকার করেন। রাওয়ালপিন্ডি টেস্টে মোট ১০ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন হাসান আলি।