চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী একটি দ্রুতগতির বাস উল্টে রাস্তার প্বার্শবর্তী খালে পড়ে গিয়েছে। এতে নিহত হয়েছেন দুই নারী। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার মৌতাবাড়ি নামক এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের বিবা রানী দাস (৬১) ও গীতা রানী দাস (৬৫)।

দূর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দূর্ঘটনায় পতিত হওয়া বাসটির পেছনের বাস থেকে এক যাত্রী শখের বশে সামনের দৃশ্য ভিডিও করছিলেন।

সেই ভিডিওতে দেখা যায়, চাঁদপুরের দিকে যাওয়া বোগদাদ পরিবহনের বাসটি দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সময় নিচু একটি কালভার্টে উঠে আচমকা মোড় ঘুরিয়ে ডানদিকের খাদে পড়ে যায়। এসময় সেখানে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়ে বাসের নিচে।

এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান জানান, দূর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।