চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও টেস্টের প্রথম চারদিন বাংলাদেশের পক্ষেই ছিল। কিন্তু শেষ দিন সমীকরণ পাল্টে দেন উইন্ডিজ অভিষিক্ত ব্যাটসম্যান কাইল মায়ার্স।
২১০ রানের অপরাজিত ইনিংসে খেলে ওয়েস্ট ইন্ডিজকে এনে দেন ঐতিহাসিক জয়। উপমহাদেশের মাটিতে রেকর্ড ৩৯৫ রান তাড়া করে জয়ে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এমন জয়ের পর চারদিক থেকে প্রশংসায় ভাসছে উইন্ডিজরা। এরই ফাঁকে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে উইন্ডিজদের বার্তা দিয়ে রাখলেন দেশটির সাবেক ক্রিকেটার কার্ল হুপার।
টুইত বার্তায় ওয়েস্ট ইন্ডিজকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেন, দারুণ এক জয়, এখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দলকে আশীর্বাদ! দুর্দান্ত ইনিংসের জন্য কাইল মায়ার্সকে অভিনন্দন। এবার সিরিজটি ২-০ করো।
বাংলাদেশকে ২-০ তে উইন্ডিজরা হোয়াইটওয়াশ করতে পারবে কিনা তা সময়েই বলে দেবে। আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।