চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৫৭৮ রান করেছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩৩৭ রানেই গুটিয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা।
রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ১৭৮ রানেই অলআউট হয়ে যায় তারা। যার ফলে চেন্নাই টেস্ট জিততে ভারতের প্রয়োজন ৪২০ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সাঝঘরে ফিরেন ইংলিশ ওপেনার ররি বার্নস। অশ্বিনের বলে রাহানেকে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলে ফিরেন তিনি। এরপর দলীয় ৩২ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড।
১৬ রান করে পূজারার হাতে তালুবন্দি হয়ে অশ্বিনের দ্বিতীয় শিকার হন ডম সিবলি। এরপর ডেন লরেন্সকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক জো রুট। তবে ১৮ রান করে ইশান্ত শর্মার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন লরেন্স।
বেন স্টোকসকে মাঠে দাঁড়াতে দেননি অশ্বিন। ৭ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। অন্যদিকে ৪০ রান করে বুমরাহর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন রুট।
এরপর ইংলিশ শিবিরে জোড়া আঘাত হানেন নাদিম। রোহিতকে ক্যাচ দিয়ে ২৮ রান করে ফিরেন ওলি পোপ। পান্তের হাতে ক্যাচ দিয়ে ২৪ রান করে ফিরেন বাটলার। এরপর অশ্বিনের ঘূর্ণিতে আর দাঁড়াতে পারেনি ইংলিশরা।
২৫ রান করে ডম বেস, ৫ রান করে জোফরা আর্চার ও রানের খাতা না খুলে জেমস অ্যান্ডারসন বিদায় নেন। ভারতের হয়ে অশ্বিন ৬টি, নাদিম ২টি, ইশান্ত ও বুমরাহ ১টি করে উইকেট শিকার করেন।