ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষ ও মহিলা বিভাগে প্রতি মাসে তিন ফরম্যাটের পারফরম্যান্স বিবেচনা করে খেলোয়াড় নির্বাচনের নতুন ধারা চালু করেছে।

জানুয়ারির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ঋষভ পান্ত ও দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। প্রতি মাসেরই দ্বিতীয় সোমবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে এই পুরস্কার জিতেছেন পান্ত। সিডনিতে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সিরিজ নির্ধারণী ম্যাচে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ঐতিহাসিক জয় এনে দেন তিনি।

অন্যদিকে শাবনিম পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফর্ম দেখিয়ে এই পুরস্কার জিতেছেন। পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজে ৭ উইকেট ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি।