চলচ্চিত্রশিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে আতিকুর রহমান লিটনকে হারিয়ে প্রথম সভাপতি পদে ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হলেন চিত্রনায়ক ওমর সানী।শনিবার রাতে এ ঘোষণা করা হয়।
উৎসবমুখর পরিবেশে বিএফডিসির পরিচালক সমিতির সামনে এক নম্বর ফ্লোরে দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে মধ্যরাতে ফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে পরিচালক মুশফিকুর রহমান গুলজারকে প্রধান নির্বাচন কমিশনার করে ১৩ সদসের কমিশন নির্বাচন পরিচালনা বোর্ড কাজ করছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন-ওমাহমুদুল হক পলাশ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর,নজরুল রাজ।
বিজয়ী সভাপতি ওমর সানী বার্তা বাজারকে বলেন, আমি খুব খুশি। যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।
নজরুল রাজ বার্তা বাজারকে জানান, আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছি এখন সময় এসেছে তা পূরণ করার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন কাজগুলো ভালোভাবে করতে পারি।