দেশব্যাপী করোনা টিকা প্রয়োগ কর্মসূচির প্রথম দিনেই টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার(৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এ টিকা নিয়েছেন তিনি।
এছাড়াও টিকা নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিচারপতি জিনাত আরা হক, বিচারপতি ইনায়েতুর রহিমসহ অনেকেই।
এর আগে সারাদেশে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত যারা করোনার টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন, পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। সারা বছরই টিকাদান কার্যক্রম চলবে।