ওয়েস্ট ইন্ডিজের দুই অভিষিক্ত ব্যাটসম্যান কাইল মায়ার্স ৩৭ ও এনক্রুমা বোনার ১৫ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে। অভিষেক টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেয়েছেন মায়ার্স।
তবে তিনি হাফসেঞ্চুরির আগেই বিদায় নিতেন যদি শান্ত ক্যাচটি ধরতে পারব। ৪৯ রানে মিরাজের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন মায়ার্স। সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন শান্ত।
জীবন পেয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন মায়ার্স। ১৭৮ বলে ১২ চার ও ১ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এদিকে চা বিরতের আগে আরও একটি সুযোগ হারায় বাংলাদেশ। নাইমের বলে বোনারকে স্ট্যাম্পিং করার সুযোগ হাতছাড়া করেন লিটন দাস।
তবে চা বিরতির পর মাঠে নেমে পঞ্চম দিনে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৮৬ রান করে সাঝঘরে ফিরেন বোনার। তার আউটের মাধ্যমে চতুর্থ উইকেটে গড়া ২১৬ রানের জুটি ভাঙে।
এরপর মাঠে নেমে সুবিধা করতে পারেননি জার্মেইন ব্ল্যাকউড। ৯ রান করে নাঈমের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৯২ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ১০৩ রান ও বাংলাদেশের প্রয়োজন ৫ উইকেট।