মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়রপ্রার্থী নিখোঁজ হওয়ার ঘটনার ১৩ ঘণ্টা পর বাড়ি ফিরেছেন কালকিনির স্বতন্ত্র মেয়রপ্রার্থী মশিউর রহমান সবুজ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে তিনি কালকিনির নিজ বাড়িতে ফিরেন বলে জানিয়েছেন তার স্বজন ও সমর্থকরা।
স্বজন ও সমর্থকরা জানান, স্বতন্ত্র প্রার্থী সবুজের স্বজনেরা জানায়, সবুজ কালকিনি পাল পাড়ায় প্রচারণা চালাচ্ছিলেন। এমন সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে গাড়িতে তুলে নিয়ে যান। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তার সর্মথকরা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এ সময় কালকিনি-ভুরঘাটা ও কালকিনি-মাদারীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, মেয়রপ্রার্থী সবুজ নিজ বাড়িতে আছেন। তার কোনো ক্ষতি হয়নি। তবে, পুলিশ তাকে তুলে নিয়ে গেছে এ বিষয়টি অস্বীকার করেন অতিরিক্ত পুলিশ সুপার।