ক্যারিয়ারের শততম টেস্টে মাঠে নেমে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি।
১৪৪ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো একমাত্র ক্রিকেটার রুট। এর আগে শততম টেস্টে সর্বোচ্চ রানের মালিক ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম উল হক। তিনি ১৮৪ রান করেছিলেন। এবার তাকেও ছাড়িয়ে গেছেন রুট।
ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করা ক্রিকেটাররা হলেন- কলিন কাউড্রে, জাভেদ মিঁয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম উল হক, রিকি পন্টিং (২ ইনিংসেই), গ্রায়েম স্মিথ এবং হাশিম আমলা।
তবে ক্যারিয়ারের শততম টেস্টে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান হলেন রুট। তিনি শেষ পর্যন্ত ৩৭৭ বলে ১৯ চার ও ২ ছয়ে ২১৮ রানের ইনিংস খেলেন।