সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন ইংলিশ অধিনায়ক জো রুট। কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি ও ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
এবার ভারতের মাটিতে তাদের বিপক্ষে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ররি বার্নস ও ডম সিবলি। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৬৩ রান।
ব্যক্তিগত ৩৩ রানে অশ্বিনের বলে উইকেটের পেছনে ধরা পড়ে সাঝঘরে ফিরেন বার্নস। এরপর রানের খাতা না খুলেই বুমরাহর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন লরেন্স।
তাদের বিদায়ের পর সিবলিকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন রুট। ২০০ রানের জুটি গড়েন তারা। ৮৭ রানে বুমরাহর দ্বিতীয় শিকার হয়ে সিবলি ফিরলে তাদের জুটি ভাঙে। এরপর স্টোকসকে নিয়ে প্রতিরোধ গড়েন রুট।
সেঞ্চুরির কাছকাছি গিয়েও সেঞ্চুরি বঞ্চিত হন স্টোকস। তিনি ৮২ রান করে নাদিমের বলে পূজারাকে ক্যাচ দিয়ে ফিরেন। এদিকে ৩৪১ বলে ১৯ চার ও ২ ছয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন রুট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৪৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৫৪ রান। রুট ২০৯ ও অলি পোপ ২৪ রান নিয়ে ক্রিজে আছেন।