ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ দল। অধিনায়ক মুমিনুল হকের ১১৫ ও লিটন দাসের ৬৯ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ২২৩ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল।

এর ফলে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে সাবধানতার সাথে ব্যাটিং করতে থাকে উইন্ডিজ দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল।

তবে চা বিরিতির পর দুই ওপেনারকে সাঝঘরে ফিরিয়েছেন মিরাজ। ৫০ বলে ২৩ রান করে মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন ক্যাম্পবেল। এতে ব্যাথওয়েট ও ক্যাম্পবেলের ৩৯ রানের জুটিটি ভাঙে।

এরপর দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ব্র্যাথওয়েটকে সাঝঘরে পাঠান বদলি হিসেবে মাঠে নামা ইয়াসির আলি রাব্বি। ২০ রান করে মিরাজের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ব্র্যাথওয়েট। ফের উইন্ডিজ শিবিরে আঘাত হানের মিরাজ।

১২ রান করে মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন মোসলে। এরপর কাইল মায়ার্স ও এনক্রুমা বোনার দিনের বাকিটা সময় কোনো উইকেট পড়তে দেননি। মায়ার্স ৩৭ ও বোনার ১৫ রানে অপরাজিত আছেন।

চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১০ রান। শেষ দিন জয়ের জন্য তাদের প্রয়োজন ২৮৫ রান ও বাংলাদেশের দরকার ৭ উইকেট।