ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। চোট কাটিয়ে চট্টগ্রাম টেস্টে ফিরেন তিনি। ব্যাট হাতে খেলেন ৬৮ রানের দারুণ এক ইনিংস।

কিন্তু বোলিং করতে গিয়েই বিপাকে পড়েন তিনি। দ্বিতীয় দিনের ১২ ওভার বাকি থাকতেই মাঠ ছাড়েন তিনি। ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্ট থেকেই ছিটকে গেছেন সাকিব। এবার দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সাকিবের ইনজুরি নিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, সাকিবের সাইড স্ট্রেইন সমস্যার চিকিৎসা চলছে। তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে কিনা তা পর্যবেক্ষণ শেষে জানা যাবে।

তিনি আরও বলেন, যদি সাকিব দ্বিতীয় টেস্টে খেলতে না পারে তাহলে তার পরিবর্তে কে খেলবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আপাতত চট্টগ্রাম টেস্টেই মনোযোগ রাখছি।