ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৩০ রান করেছিল বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে ২৫৯ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। যার ফলে ১৭১ রানের লিড নিয়েছিল টাইগাররা।
উইন্ডিজদের চেয়ে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ দল। অধিনায়ক মুমিনুল হকের ১১৫ ও লিটন দাসের ৬৯ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ২২৩ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল।
এর ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৯৫ রানের। চট্টগ্রামে টাইগারদের বিপক্ষে জিততে হলে রেকর্ড গড়তে হবে ক্যারিবীয়দের। এর আগে এই মাঠে সর্বোচ্চ ৩১৭ রান তাড়া করে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। সেখান থেকে দলের হাল ধরেন মুশফিক ও মুমিনুল।
কিন্তু মুশফিক ১৮ রান করেই ফিরে যান। এরপর লিটনকে নিয়ে প্রতিরোধ গড়েন মুমিনুল। ১৮২ বলে ১১৫ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে বড় লিড এনে দেন মুমিনুল। অন্যদিকে লিটন খেলেন ৬৯ রানের দারুণ এক ইনিংস।
এই তিনজন বাদে বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। ৮ উইকেট হারিয়ে ২২৩ রান করে ইনিংস ঘোষণা করে টাইগাররা। উইন্ডিজদের হয়ে ওয়ারিকেন ও কর্ণওয়াল ৩টি করে ও গ্যাব্রিয়েল ২টি উইকেট শিকার করেন।