ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত পারফর্ম করছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।

প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন মিরাজ। দ্বিতীয় ইনিংসেও মিরাজের ঘূর্ণিতে কাঁপছে উইন্ডিজরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩টি উইকেটই শিকার করেছেন মিরাজ।

শেষ দিন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট ও উইন্ডিজদের দরকার ২৯৫ রান। শেষ দিন মিরাজ যদি আরও ৩ উইকেট শিকার করতে পারে তাহলে ইতিহাসের চতুর্থ অলরাউন্ডার হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট শিকারের কীর্তিতে নাম লেখাবেন তিনি।

এর আগে এই রেকর্ডে নাম লেখিয়েছেন মাত্র ৩ জন ক্রিকেটার। সর্বশেষ এ রেকর্ডে নাম লেখান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৪ সালে শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন সাকিব।

সর্বপ্রথম এই রেকর্ড গড়েন ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১৯৮০ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি।

দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে এই রেকর্ডে নাম লেখান পাকিস্তানি কিংবদন্তি ইমরান খান। ভারতের বিপক্ষে ১৯৮৩ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এবার চতুর্থ ক্রিকেটার হিসেবে এই রেকর্ডে নাম লেখানোর অপেক্ষায় মিরাজ।