রাজধানীর বসিলায় বান্ধবীর বাসায় বাংলাদেশ আনসার তাকোয়ান্দো জাতীয় দলের খেলোয়ার মো. কামরুল ইসলাম (২৪) আত্মহত্যা করেছেন।

নিহতের বান্ধবীর নাম প্রতিভা। তিনিও তাউকোয়ান্দো খেলোয়াড়।

নিহতের বান্ধবীর দাবি, কামরুল তার বাসায় এসে আত্মহত্যা করেছেন। কিন্তু কি কারণে তার বাসায় এসে আত্মহত্যা করেছেন তা সে নিজেও জানে না বলে জানিয়েছেন।

নিহতের বান্ধবী জানান, কামরুল আর প্রতিভা দুজন ভালো বন্ধু ছিলেন। সে আমার বাসায় প্রায়ই আসতো। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে আমার বাসায় এসে আমার পাশের রুমে ঘুমিয়েছিলো। ‘অনেক রাতে হঠাৎ শব্দ হওয়াতে আমি ওই রুমে গিয়ে দেখি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়েছে।’

তিনি আরও জানান, অচেতন অবস্থায় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদপর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের সহকর্মী পলাশ জানান, কামরুল বাড়ি যাওয়ার কথা বলে দুদিন আগে ফেডারেশন থেকে ছুটি নিয়েছিল। আজ খবর পাই, সে আত্মহত্যা করেছে।

কামরুল চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার সিকোন বাজারের মৃত আবদুল করিমের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। কামরুল রাজধানীর ফকিরাপুলে বসবাস করতে ন।