তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভানেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে সাতক্ষীরার কলারোয়ায় হামলা মামলার রায় ঘোষণা করবে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি)।
সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীরের আদালতে এ মামলায় জেলে থাকা ৩৪জন আসামীকে সকালে হাজির করা হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি সাতক্ষীরাবাসীসহ গোটা দেশবাসীর নজর এই আলোচিত মামলার রায়কে কেন্দ্রে করে আদালতের দিকে আজ।
কারাগারের আসামিরা হলেন- সাতক্ষীরা ১ আসনের সাবেক এম.পি হাবিবুল ইসলাম হাবিব, মো. আব্দুল মজিদ, মো. হাসান আলী, মো. আক্তারুল ইসলাম, শেখ কামরুল ইসলাম, ইয়াছিন আলী, মাহাফুজুর মোল্লা, আশরাফ হোসেন, অ্যাডভোকেট মো. আব্দুস সাত্তার, মো. সাহেব আলী, নজরুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, শেখ তামিম আজাদ মেরিন, শাহিনুর রহমান, আব্দুস সামাদ, মো. আব্দুস সাত্তার, আব্দুল গফফার গাজী, মো. আব্দুর রকিব মোল্যা, মো. আলতাফ হোসেন, অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, তোফাজ্জেল হোসেন সেন্টু, গোলাম রসুল, সোহাগ হোসেন, সিরাজুল ইসলাম, ময়না, মো. জহুরুল ইসলাম, শাহাবুদ্দিন, রকিব, ট্রলি শহীদুল, মো. মনিরুল ইসলাম, শেলী, দিদার মোড়ল, রিঙ্কু, টাইগার খোকন ওরফে বেড়ে খোকন।
এদিকে পলাতক আসামি রয়েছে রবিউল ইসলাম, খালেদ মঞ্জুর রোমেল, মাজাহারুল ইসলাম, আব্দুর রব, জাবিদ রায়হান লাকী, মো. মাহাফুজুর রহমান, নাজমুল হোসেন, সঞ্জু, আব্দুল কাদের বাচ্চু, কণক, মফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন, আরিফুর রহমান, রিপন, ইয়াছিন আলী, আব্দুল খালেক।
প্রসঙ্গত, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভানেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে যান এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে। সেখান থেকে যশোরে ফেরার সময় উপজেলার বিএনপির পার্টি অফিসের সামনে যাত্রীবাহী একটি বাস রাস্তার ওপর আড়াআড়ি থামিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশে গাড়িবহরে হামলা চালায়। ঘটনার ২পর থানায় মামলা না নেওয়ায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন বাদী হয়ে ২ সেপ্টেম্বর আদালতে মামলা করেন তৎকালীন স্থানীয় সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ২৭ জনের নাম উল্লেখ করে ৭০/৭৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে।
মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর গত ২৭ জানুয়ারি রাষ্ট্র ও আসামী পক্ষের যুক্তিতর্ক শেষে ৩৪ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়ে রায়ের জন্য দিন ধার্য করে আজ (৪ ফেব্রুয়ারি)।