ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে প্রায় এক বছর পর এই ফরম্যাটে নেমেছে বাংলাদেশ দল। প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে দুর্দান্ত পারফর্ম করছে টাইগাররা।

মেহেদী হাসান মিরাজের প্রথম সেঞ্চুরি, সাকিব আল হাসান ও সাদমান ইসলামের হাফসেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৩০ রান করেছে বাংলাদেশ দল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি উইন্ডিজদের। মাত্র ৩ রান করে মোস্তাফিজুর রহমানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেছেন জন ক্যাম্পবেল।

মোস্তাফিজের এলবিডাব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফউদ্দৌলা। এতে রিফিউ নেয় বাংলাদেশ এবং সাঝঘরে ফিরতে হয় ক্যাম্পবেলকে।

এরপর শেন মোসলেকে প্যাভিলিয়নে পাঠান মোস্তাফিজ। তাকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে সাঝঘরে পাঠান তিনি। ২৩ বল খেলে ২ রান করে ফিরেন মোসলে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮ রান।