ক্রয়কৃত ৩ কোটি টিকা এ বছর দেওয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া কোভ্যাক্স থেকে ৬ কোটি টিকা পাওয়া যাবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেড় লক্ষ লোক নিবন্ধন করেছে টিকার জন্য। সারাদেশে টিকা পৌঁছে গেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আড়াই কোটি টাকা ব্যয়ে ৮টি বিভাগে, ৮টি হাসপাতাল হবে। ১ হাজারও বেশি ক্যান্সার রোগীদের বেড থাকবে এসব হাসপাতালে। ক্যান্সার চিকিৎসার জন্য রোগীদের দূর থেকে আর ঢাকা ছুটে আসতে হবে না। তাদের নিজেদের এলাকায় চিকিৎসা সেবা নিতে পারবেন।’