ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে প্রায় এক বছর পর এই ফরম্যাটে নেমেছে বাংলাদেশ দল। দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে দুর্দান্ত পারফর্ম করছে টাইগাররা।

মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সাকিব আল হাসান ও সাদমান ইসলামের হাফসেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৩০ রান করেছে বাংলাদেশ দল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি উইন্ডিজদের। মাত্র ৩ রান করে মোস্তাফিজুর রহমানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেছেন জন ক্যাম্পবেল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১২ রান।