আন্তর্জাতিক মহাকাশ বিষয়ক সংস্থা স্পেসএক্সের আরও একটি রকেট দূর্ঘটনায় ভূপাতিত হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এই রকেটটির পরীক্ষা করা হয়েছিল।
তাদের এই বিবৃতিতে বলা হয়, ঠিকভাবে যাত্রা শুরু করতে পারলেও ল্যান্ড করার সময় রকেটটিতে আগুন লেগে যায়। যার ফলে ভেঙে পড়ে তাদের পরীক্ষা চালানো রকেটটি।
এর আগে গত ডিসেম্বরেও তাদের একটি রকেট একই উপায়ে ভেঙে পড়ে। তখন রকেটটি চালুই ছিল ৬ মিনিটের মত। কিন্তু এখনের স্টারশিপ এসএন-৯ নামের রকেটটি ৬.২ মাইল বা ১০ কিলোমিটারের মত উপরে উঠে গিয়েছিল। চালু ছিল ৬ মিনিট ২৬ সেকেন্ড।
স্পেসএক্স আশা করে যে, এমনই এক রকেট দিয়ে ভবিষ্যতে মানুষ মঙ্গল গ্রহে যাবে। একইসাথে এই গবেষণায় তারা অনেকাংশে সফল বলেও দাবি করে।