বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার ধামরাইয়ে ফুটওভার ব্রিজে ধাক্কা লেগে ২ পথচারী মারা গেছে। এসময় আরো ২জন আহত হয়েছে।
আরিচা-ঢাকা মহাসড়কের ধামরাই উপজেলার বাথুলি বাসস্ট্যান্ডে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত হয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার সটুরিয়া এলাকার শরীফুল ইসলামের স্ত্রী মরিয়ম আক্তার (২০) এবং একই এলাকার আব্দুর রশীদের স্ত্রী জাহানারা বেগম (৫৫)।
জানা যায়, পাটুরিয়াগামী ঢাকা থেকে ছেড়ে আসা রবিন পরিবহন নামক বাসটি বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় আসলে পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের সাথে ধাক্কায় লাগিয়ে দেয়। সেখানে থাকা ২ পথচারীসহ মোট চারজন আহত হয়। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২জন মারা যায় এবং অপর দুজনের অবস্থা খারাপ হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে তাৎক্ষনিকভাবে পাঠিয়ে দেওয়া হয়।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করেছে। আহত বাকি দুজনের অবস্থা খারাপ হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।