সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজধানীতে জলাবদ্ধতা নিরসনের লক্ষে ১৩টি খাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তর করেছে। এ দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজধানীর সৌন্দর্য ফুটিয়ে তুলতে মহাপরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। পরিকল্পনাটি বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী ১৩টি খালের দুই পাড় বাঁধাই করে নির্মাণ করা হবে সাইকেল লেন। সাথে থাকবে হাটা চলার পথ। দুই পাড়ে সারিবদ্ধভাবে রোপণ করা হবে বৃক্ষ। রাতে চলাচলের জন্য বসানো হবে এলইডি লাইট।
সম্প্রতি খাল-নর্দমার বর্জ্য অপসারণে নেতৃত্ব দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম
২০১৬ সালের জুনে ঢাকার নাগরিকসেবা বাড়াতে উত্তরখান, দক্ষিণখান, হরিরামপুর, বাড্ডা, ডুমনি, বেরাইদ, সাঁতারকুল ও ভাটারা ইউনিয়ন পরিষদকে ভেঙে এলাকাগুলোকে ডিএনসিসির অন্তর্ভুক্ত করে সরকার। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নতুন এ এলাকাকে ভাগ করা হয় ১৮টি ওয়ার্ডে। বিভক্তির পরও তেমন কোন উন্নয়ন হয়নি।
এসব খালগুলো ময়লা আবর্জনায় ভরে গেছে দুই পাড়ে গড়ে ওঠেছে অনেক অবৈধ স্থাপনা। তবে সম্প্রতি সময়ে খালগুলো পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দেখা গেছে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে।
এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন রাজধানীতে জলাবদ্ধতা দূর করে ১৩টি খালের পানিপ্রবাহ নিশ্চিত করতে খালগুলো ডিএনসিসির কাছে হস্তান্তর করা হয়েছে। প্রবাহ তৈরি করতে ওই ১৩টি খাল ডিএনসিসিতে স্থানান্তর করা হয়েছে। কিন্তু আমরা এসব খাল নান্দনিকভাবে সাজানোরও উদ্যোগ নিয়েছি। এ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ঢাকা নগরীর রূপ বেড়ে যাবে অনেকাংশে, একই সঙ্গে খালগুলো দেশে উদাহরণ হয়ে থাকবে।