আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জনগণের সেবক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরে বলেন, মুজিবের বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে আওয়ামী লীগ।

রেওয়াজ অনুযায়ী অধিবেশনে সংসদ নেতার সমাপনী বক্তব্যের আগে বিরোধী দলীয় নেতার বক্তব্য রাখার কথা থাকলেও এদিন আসেননি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও উপনেতা জি এম কাদের।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিরোধী দলের নেতাদের সংসদে আসার কথা ছিল কিন্তু তাদের েএকজনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় জনগণের কথা চিন্তা করে আনেনি।