আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। কিন্তু একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

প্রথম দুই ম্যাচে ভারতের কাছে ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হার, কলকাতায় দিবারাত্রির টেস্টে ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর পাকিস্তানের বিপক্ষেও ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা।

এবার ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামবে টাইগাররা। এই সিরিজে ঘুরে দাঁড়াতে ‘জাদুমন্ত্র’ ছাড়া বিকল্প দেখছেন না টাইগার অধিনায়ক মুমিনুল হক।

ম্যাচের আগের দিন তিনি বলেন, আসলে, ওরকম কোনো মন্ত্র নেই (হাসি)। মন্ত্র হলে জাদুমন্ত্র হতে হবে! এরকম কোনো মন্ত্র নেই।

মুমিনুল আরও বলেন, আগে যা হয়েছে ওগুলো এখন আর মনে রাখতে চাই না। অতীত তো অতীতই। আমরা নতুন করে শুরু করার চেষ্টা করছি, নতুন করে শুরু করবো।