ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন না করে ছাত্রত্বহীন ও বিবাহিতদেরকে কমিটির নেতৃত্ব দেওয়ায় পদত্যাগ করেছেন বরিশাল সরকারি বিএম কলেজের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১২ সদস্য।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল সদর রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এই তথ্য জানায়। একইসাথে তারা তাদের পদত্যাগপত্র দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক প্রধানের কাছে পাঠিয়েছেন।
এদিক পদত্যাগ করেছেন- ইউনিটটির যুগ্ম আহ্বায়ক মো. খালেদ হোসেন বাবর, মো. ইলিয়াস হোসেন, এস.এম শামীম রেজা শুভ, মো. আশিকুল ইসলাম শাহীন ও নাহিদ সরোয়ার এবং সদস্য মো. আরিফুর রহমান, সিরাজুল ইসলাম রাতুল, নুরুল্লাহ মোমিন, জহির রায়হান, মাহমুদুল হাসান রাসেল, মমি সিকদার ও রুহুল আমিন।
সংবাদ সম্মেলনে লিখইত বক্তব্যে যুগ্ম আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানো ছাত্রনেতা ইলিয়াস হোসেন বলেন, দীর্ঘ দিন পর বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্রদলের কমিটি দেয়া হয়েছে। ছাত্রদলের আন্দোলন-সংগ্রাম ও দলের দুঃসময়ে রাজপথের কান্ডারীদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভূক্ত না করে সেখানে নারী কেলেঙ্কারির সাথে জড়িত এবং বিএম কলেজের সাথে কোন সম্পৃক্ততা নেই এমন সব ছাত্রদের অন্তর্ভূক্ত করে একটি তথাকথিত কমিটি করা হয়েছে। আমরা বিতর্কিত এই কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি মাজাহারুল ইসলাম বাবুকে আহ্বায়ক এবং সজল তালুকদারকে সদস্য সচিব করে বিএম কলেজ ছাত্রদলের ২১ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।