ফরিদপুরের মধুখালীতে নছিমনের ধাক্কায় মো. লুৎফর ফকির (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মালেকা চক্ষু হাসপাতালের নিকটে এ দুর্ঘটনা ঘটে। লুৎফর উপজেলার লক্ষনদিয়া গ্রামের সামসুল ফকিরের পুত্র।

কানাইপুর হাইওয়ে পুলিশের এসআই মো. খায়ের জানান, লুৎফর রহমান এমআর ব্রিকসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটের সময় ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে এমআর ব্রিকসে কাজে যাবার সময় একটি খড়ি বোঝায় নছিমনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ও মধুখালী ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।