করোনার শঙ্কায় দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। এই সফর স্থগিত হওয়ায় ইতিহাসে প্রথম দল হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে চাইলে দক্ষিণ আফ্রিকাকে ২-০ হারাতে হত অস্ট্রেলিয়ার এবং একটি ড্র করতেই হতো। কিন্তু সফরটি স্থগিত হয়ে গেছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হতে পারে ভারত অথবা ইংল্যান্ড। কিছুদিন পরই ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট খেলবে ভারত। যদি এই সিরিজে ইংল্যান্ড ভালো খেলে তাহলে পা হড়কাতে পারে ভারতের।

তবে অস্ট্রেলিয়া এখনো আশা ছাড়ছে না বলে জানিয়েছে ‘দ্যা টেলিগ্রাফ’। দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে তাদের আলাপ-আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মার্চের শেষ দিকে এই সিরিজ মাঠে গড়াতে পারে।

উল্লেখ্য, আগামী ১৮-২২ জুলাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।