প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। দেড় বছর পর বাংলাদেশের টেস্ট জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। নিষেধাজ্ঞার কারণে এক বছর ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। এবার দেশের টেস্ট জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি। ওয়ানডেতে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

এবার টেস্ট সিরিজে জয় পাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টেস্টে মাঠে নামার আগে এমনই বার্তা দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে সাকিব লিখেন, ক্যারিবীয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজের মাধ্যমে বহুদিন পর সাদা জার্সিতে মাঠে নামছে টাইগাররা। জয় ছিনিয়ে আনতে প্রস্তুত টিম বাংলাদেশ।

উল্লেখ্য, আগামীকাল ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।