প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামীকাল ৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের চতুর্থ ম্যাচ। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিনটি ম্যাচ ভালো হয়নি বাংলাদেশের। একটি পয়েন্টও অর্জন করতে পারেনি তারা।

এছাড়াও চট্টগ্রামে সর্বশেষ ম্যাচটি বাংলাদেশের জন্য দুঃস্মৃতি। টেস্টের নবীন দল আফগানিস্তানের কাছে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ। এবার সেই দুঃস্মৃতি কাটিয়ে জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।

প্রথম টেস্টের টপ অর্ডার নিয়ে চিন্তায় আছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবালের সঙ্গে সাইফ হাসান নাকি সাদমান ইসলাম কাকে দেখা যাবে তা এখনো নিশ্চিত নয়। এক্ষেত্রে এগিয়ে আছেন সাদমান।

পেসার নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে দুই পেসার খেলানোর সম্ভাবনাই বেশি। অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেখা যেতে পারে দুই স্পিনারকে। এক্ষেত্রে কপাল পুড়তে পারে নাঈম হাসানের।

প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান/সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, মোস্তাফিজুর রহমান/ তাসকিন আহমেদ।