কোভিড-১৯ মহামারি বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে যার থাবা থেকে বাদ পড়েনি ক্রীড়া জগতও। এই দীর্ঘ বিরতি শেষে এবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল আসছে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে।

দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলটি আগামী এপ্রিলে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের নারী ইমার্জিনবগ দলের মুখোমুখি হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার এবারের জাতীয় দলে থাকছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারদের।

আগামী এপ্রিলের ৪, ৬, ৮, ১১ ও ১৩ তারিখে সিরিজের পাঁচটি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।