আজ মঙ্গলবার (২ফেব্রুয়ারি) রাজধানীতে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।

এলাকাগুলো যথাক্রমে- রাজধানীর জিয়া সরণি, জুরাইন মাদ্রাসাস রোড, জুরাইন মেডিক্যাল রোড, মীর হাজীরবাগ, একে স্কুল রোডসহ তৎসংলগ্ন এলাকায় এই চার ঘন্টা গ্যাস থাকবে না।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে জানা যায়, জুরাইনে গ্যাসের চাপ কম। এই সমস্যা সমাধানে গ্যাসের পাইপ লাইন কাজ করতে হবে এবং সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের টাই-ইন করা হবে। আশা করা যাচ্ছে তারপর থেকে গ্যাসের চাপ কিছুটা বাড়বে। এ জন্য এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।