ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন সাকিব আল হাসান। দেশের মাটিতে উইন্ডিজদের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে সিরিজ সেরা খেলোয়াড় হন তিনি।
তবে সিরিজের শেষ ম্যাচে বোলিংয়ের সময় কুঁচকিতে চোট পান সাকিব। এরপর আর মাঠে দেখা যায়নি তাকে। আগামী ৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল।
দীর্ঘ সময় পর এই সিরিজ দিয়েই টেস্টে ফেরার কথা সাকিবের। কিন্তু তিনি এখনো পুরোপুরি ফিট হননি। তবে প্রথম টেস্টে তাকে একাদশে দেখার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়ার পর টেস্টের জন্য প্রস্তুতি তার জন্য সহজ বিষয় নয়। সে পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে। এখনো শতভাগ ফিট নয়। তবে তার হাতে আরও একটি দিন আছে। আমরা খুবই আশাবাদী প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে।
তিনি আরও বলেন, পুনর্বাসনে সে কঠোর পরিশ্রম করছে। নেটে কিছু বল করেছে, ব্যাটিং করেছে। তার খুব একটা অসুবিধা হচ্ছে না। এ কারণে সে আত্মবিশ্বাসী যে প্রথম টেস্টে খেলতে পারবে।