মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গত ৫ বছরের রেকর্ড ভেঙে এটিই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান।

তিনি জানান, ২০১৫ সালের পর এবারই এত কম তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। বিগত বছরগুলোতে ৫ দশমিক ৫ ডিগ্রীর কম বা সমান তাপমাত্রা রেকর্ড করা হয়নি। সোমবার সকাল ৯টায় এই রেকর্ড করা হয়েছে।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে ব্যপক দূর্ভোগ লক্ষ্য করা গেছে। শীতের প্রকোপ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে মোতা কাপড় পড়ার পাশাপাশি জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। এই শীতে বেশি দূর্ভোগ পোহাচ্ছেন শিশূ ও বয়োজ্যেষ্ঠ মানুষজন। বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে বেশিরভাগই এই দুই শ্রেণির মানুষ।

মৌলভীবাজার হাসপাতালেরে শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বিশ্বজিত জানান, সম্প্রতি ঠাণ্ডাজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাদের মাঝে সর্দি ও কাশিই বেশি পরিলক্ষিত হয়েছে। এছাড়া নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীও অনেক।