দীর্ঘ সময় পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। আগামী ৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলেও টেস্টে তাদের হালকা ভাবে নিতে নারাজ টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাদের হালকা ভাবে নিলে বাংলাদেশের বিপদ হতে পারে বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে টেস্ট খেলে এসেছে। তারা গত বছর বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলেছে। আমরা খেলেনি। তাদের হালকা ভাবে নিলে আমাদের বিপদ হতে পারে।
তিনি আরও বলেন, তাদের দলে বেশ কিছু দারুণ ক্রিকেটার আছে। আমরা এই টেস্ট সিরিজকে কোনোভাবেই হালকা ভাবে নিচ্ছি না। তারা যেকোনো কন্ডিশনে শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমাদের নিজেদের সেরাটা দিতে হবে।
উল্লেখ্য, আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে দুইদল। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।