আজ সোমবার (১ ফেব্রুয়ারি) থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ ২০২১ কার্যক্রম পালিত হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত সকল নাগরিকের তথ্য (সিআইএমএস) অন্তর্ভুক্ত করার লক্ষে দ্বিতীয় বারের মত এই কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিট পুলিশিংয়ের মাধ্যমে ৩০৬টি বিটে বিভক্ত করে সব থানার বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্যাদি সফটওয়্যার এন্ট্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অপরাধ ব্যবস্থাপনার জন্য নানা তথ্য সংগ্রহের অংশ হিসেবে ২০১৬ সাল থেকে শুরু হয় মহানগরে বসবাসরত নাগরিকের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার লক্ষ্যে নাগরিক তথ্য সংগ্রহের কার্যক্রম।