দ্বিতীয় ইনিংসে রাকিম কর্নওয়ালকে আক্রমণেই আনেননি যে কিনা ১ম ইনিংসে নিয়েছিলো ৫৪ উইকেট। রোববার তৃতীয় ও শেষদিনে রাকিমকে আড়াল করতেই তাকে মাঠে নামায়নি ওয়েস্ট ইন্ডিজ।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ড্র হয়েছে ৩দিনের প্রস্তুতি ম্যাচ। অতিথিরাও তাদের টেস্টের প্রস্তুতি সেরের নিলো এই ম্যাচের মাধ্যমে।

প্রস্তুতি ম্যাচে রকাহা হয়নি কোনো বাঁ-হাতি ও ডান-হাতি অফ-স্পিনার। রিশাদ হোসেনের বোলিং তোপের মুখে পড়ে প্রথম ইনিংসে সফরকারীরা। তারাও স্পিনে নিজেদের শক্তির জানান দিয়েছে। দুর্দান্ত বোলিং করেছেন রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিকনরা।

পাঁচ উইকেটে তৃতীয় দিনের খেলা শুরু করে ১৭৯ রান দিয়ে সফরকারীরা। ৪৬ রান করেন জশুয়া দ্যা সিলভা ও ৪৯ রান করেন রেমন রেইফার। তাদের ব্যাটিংয়ে আসে ২৯১ রান। ৪ উইকেট নেন তরুণ পেসার মুকিদুল ইসলাম।

দুই ম্যাচে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সংক্ষিপ্ত স্কোর : ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২৫৭। বিসিবি একাদশ প্রথম ইনিংস ১৬০।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ২৯১ (জন ক্যাম্পবেল ৬৮, এনক্রুমা বোনার ৮০, জশুয়া দ্য সিলভা ৪৬, রেমন রেইফার ৪৯*। খালেদ আহমেদ ৩/৪২, মুকিদুল ইসলাম ৪/৫৯)।

বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংস ৬৩/২ (সাদমান ইসলাম ২৩*, ইয়াসির আলী ৩৩*। রেমন রেইফার ২/২৩)।

ফল : ম্যাচ ড্র।