বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ১টি চার দিনের ম্যাচ, ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড উলভস। আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে তারা।
বাংলাদেশে পা রেখে সেদিনই চট্টগ্রাম উড়াল দিবে আইরিশরা। হোটেলে ৩ দিন কোয়ারেন্টাইনে থাকবে তারা। এরপর ২২-২৫ ফেব্রুয়ারি অনুশীলন করবে আয়ারল্যান্ড উলভস।
আগামী ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ওয়ানডে সিরিজের প্রথম ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫, ৭ ও ৯ মার্চ।
এরপর ১০ মার্চ ঢাকায় আসবে তারা। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২ ও ১৪ মার্চ। একই ভেন্যুতে আগামী ১৭ ও ১৮ মার্চ দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।