শেরপুরের বাজিতখিলায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছ। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর চালক পালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুরে নামক স্থানে ঝিনাইগাতী থেকে শেরপুরগামী সিএনজির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজির ৪ যাত্রী নিহত ও ২ জন আহত হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়া হাসপাতালে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাক ও তার চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা যায়।