ওয়ানডে সিরিজ শেষে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আর এই টেস্ট সিরিজকে সামনে রেখে এবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। টি-টোয়েন্টি ও ওয়ানডে অভিষেকের পর এবার সাদা জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার অপেক্ষা তার সামনে।

এছাড়াও টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। অন্যদিকে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাজী নুরুল হাসান সোহান ও খালেদ আহমেদ চৌধুরী।

বাংলাদেশ টেস্ট দল: মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, লিটন দাস, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন এবং হাসান মাহমুদ।

উল্লেখ্য, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৩ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যচটি অনুষ্ঠিত হবে।