পঞ্চম ধাপে পৌর নির্বাচনের ৩১ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়াদের তালিকা প্রকাশ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ জানুয়ারি) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নৌকার প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পঞ্চম দফায় ৩১ পৌরসভায় নৌকার প্রার্থীরা হলেন-

ঢাকা বিভাগ: কিশোরগঞ্জের ভৈরবে মো. ইফতেখার হোসেন, গাজীপুরের কালীগঞ্জে এস. এম. রবীন হোসেন, মানিকগঞ্জের সিংগাইরে আবু নাঈম মো. বাশার, মাদারীপুর সদরে মো. খালিদ হোসেন, মাদারীপুরের শিবচরে মো. আওলাদ হোসেন খান।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলার রাউজানে মো. জমির উদ্দিন (পারভেজ), চট্টগ্রাম জেলার বারৈয়ারহাটে মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় মো. শাহজাহান সিকদার, চাঁদপুরে শাহরাস্তিতে হাজী আব্দুল লতিফ, চাঁদপুরের মতলবে মো. আওলাদ হোসেন, লক্ষ্মীপুরের রায়পুরে মো. গিয়াস উদ্দীন রুবেল ভাট, ব্রাহ্মণবাড়িয়া সদরে নায়ার কবির।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ জেলার নান্দাইলে মো. রফিক উদ্দিন ভূঁইয়া, জামালপুরের দেওয়ানগঞ্জে মিসেস ফারীন হোসেন, জামালপুরের মাদারগঞ্জের মির্জা গোলাম কিবরিয়া (কবির), জামালপুরের ইসলামপুরে মো. আব্দুল কাদের শেখ, জামালপুর সদরে মোহাম্মদ ছানোয়ার হোসেন।

রাজশাহী বিভাগ: রাজশাহীর চারঘাটে মো. একরামুল হক, রাজশাহী দূর্গাপুরে মো. তোফাজ্জল হোসেন, বগুড়া সদরে মো. আবু ওবায়দুল হাসান, জয়পুরহাট সদরে মো. মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাগঞ্জের নাচোলে মো. আব্দুর রশিদ।

রংপুর বিভাগ: রংপুরের হারাগাছে মো. হাকিবুর রহমান। সিলেট বিভাগ: হবিগঞ্জ সদরে আতাউর রহমান সেলিম। বরিশাল বিভাগ: ভোলা সদরে মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা চরফ্যাশনে মো. মোরশেদ।

খুলনা বিভাগ: ঝিনাইদহ কালীগঞ্জে মো. আশরাফুল আলম, ঝিনাইদহ মহেশপুরে মো. আব্দুর রশিদ খান, যশোর সদরে মো. হাদার গনী খান, যশোর কেশবপুরে রফিকুল ইসলাম।