দেশে ৬২টি পৌরসভায় তৃতীয় ধাপের পৌর নির্বাচন শুরু।

শনিবার (৩০ জানুয়ারি) এ পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪ টা পর্যন্ত। নির্বাচন অবাধ ও সুষ্ঠ করার লক্ষ্যে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। সেই সাথে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদাড় করার লক্ষ্যে নিয়োজিত করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

তৃতীয় ধাপের পৌর নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকছে না বলে জানিয়েছে নর্বাচন কমিশন। শুধু নির্বাচনের কাজে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। এই পৌরসভাগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) তৃতীয় ধাপের পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তালিকা প্রকাশ করেন ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান।

এর আগে নির্বাচন কমিশন তৃতীয় ধাপে ৬৪টি পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। কিন্তু এক মেয়র প্রার্থীর মৃত্যুবরণ করার কারণে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে নির্বাচন হয় ৬০টিতে।